এই ‘৩ আই / আটলাশের ‘এর বয়স আমাদের সৌরমন্ডলের থেকেও বেশি। বিজ্ঞানীরা বলছেন, কোনোও ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে ভবঘুরের মতো আমাদের সৌরমন্ডলে ঢুকে পড়েছে সে। এই ধূমকেতু নিয়ে বিজ্ঞানীদের বিস্ময়ের শেষ নেই ।
জুলাই মাসে প্রথমবার তাকে পৃথিবী থেকে দেখেছিলেন বিজ্ঞানীরা। দক্ষিণ আমেরিকার আকাশে দেখা গিয়েছিলো তাকে। তবে তখনও পৃথিবীর বাকি অংশ থেকে দেখা না গেলেও সেই ‘ অদ্ভুত অতিথি ‘ কে ক্রমে আরও অনেক জায়গা থেকেই দেখা যাবে। আগামী ১০ ই অক্টোবর কোলকাতা এবং তার আশপাশের অঞ্চল থেকেও দেখা যাবে ‘৩ আই / আটলাস ‘ কে। জুলাই মাসে প্রথমবার বৃহস্পতির পিছনে একে দেখা গিয়েছিলো।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন ‘৩ আই /আটলাস ‘ প্রায় ৭০০ কোটি বছর আগে তৈরী হয়। তারপরে সেই ছায়াপথ থেকে রওনা দেয় ধূমকেতুটি। যখন সে রওনা দেয়, তখন আমাদের সৌরজগৎ তৈরী হয়নি। আমাদের এই সৌরজগৎ ৪৬০ কোটি বছর আগে তৈরী হয়। এখন সে ঘন্টায় দু থেকে আড়াই লক্ষ কিলোমিটার গতিতে আসছে।
কোলকাতার আকাশ থেকে এই ধূমকেতুকে ১০ ই অক্টোবর দেখা যাবে। মঙ্গল, বুধ এবং ‘৩ আই / আটলাস ‘ একসাথে দেখা যাবে সূর্যাস্তের পরে। তবে চাঁদ ওঠার আগে দেখে ফেলতে হবে তাকে। ১২ ইঞ্চি ব্যাসের টেলিস্কপের সাহায্যে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।