কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (কেসইবি) জানিয়েছে, ছাদে বসানো সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ‘ব্যাংকিং’ ব্যবস্থায় ২০২৪–২৫ সালে তাদের ₹৫০০ কোটির ক্ষতি হয়েছে। এই ক্ষতির বোঝা পড়ছে রাজ্যের ১.৩ কোটি সাধারণ বিদ্যুৎ গ্রাহকের উপর।
প্রসুমাররা (যারা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করেন) দিনে সৌরবিদ্যুৎ তৈরি করেন, যার ৬৪% তারা গ্রিডে পাঠান। পরে সন্ধ্যায়, যখন সৌরশক্তি পাওয়া যায় না, তখন তারা এই ‘ব্যাংকড’ বিদ্যুৎ তুলে নেন। সন্ধ্যায় বিদ্যুৎ কিনতে কেসইবি-র খরচ বেশি হয়, তাই এই ব্যবস্থায় বড় ক্ষতি হচ্ছে।
কেসইবি বলেছে, যদি ৩ কিলোওয়াটের বেশি সৌর প্যানেল ব্যাটারি ছাড়া বসানো চলতেই থাকে, তাহলে ২০৩৪–৩৫ সালের মধ্যে প্রতি ইউনিটে অতিরিক্ত ৩৯ পয়সা খরচ হতে পারে। এছাড়া অতিরিক্ত সৌরবিদ্যুৎ গ্রিডে ঢুকলে ভোল্টেজ বেড়ে গৃহস্থের যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকছে।
এই অবস্থায়, নবীকরণযোগ্য শক্তি নীতিতে পরিবর্তন এনে সাধারণ গ্রাহকদের সুরক্ষিত রাখতে চায় কেসইবি। ২০২৫ সালের নবীকরণযোগ্য শক্তি বিধিতে তারা ন্যায্য ও টেকসই সমাধান আনতে চায়।