চিত্রশিল্পের প্রসার এবং শিল্পীদের সৃষ্টিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মালদা শহরের মনস্কামনা রোড সংলগ্ন সর্বজয়ী ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী ও কার্নিভাল— ‘আর্ট হাট’। ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলেছে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

এই আর্ট হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক শিল্পী তাঁদের সৃষ্ট চিত্রকর্ম নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে জলরং, তেলরং, স্কেচ, কোলাজ, পটচিত্র-সহ নানা ধারার শিল্পকর্ম। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে মৃৎশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পের নানান নিদর্শন, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে।
আয়োজকদের দাবি, গত সাত বছরের মধ্যে এবারই আর্ট হাট সবচেয়ে বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছেন শিল্পানুরাগী ও সাধারণ মানুষ। শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ এবং শিল্পকর্ম কেনাবেচার ব্যবস্থাও রয়েছে এই প্রদর্শনীতে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য জেলার নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীদের জন্য একটি স্থায়ী মঞ্চ তৈরি করা এবং শিল্পচর্চার পরিবেশকে আরও সমৃদ্ধ করা। পাশাপাশি ভবিষ্যতে মালদায় একটি স্থায়ী আর্ট গ্যালারি গড়ে তোলার দাবি উঠেছে এই কার্নিভালের মাধ্যমেই।
শিল্পী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইংরেজবাজারের এই ‘আর্ট হাট’ এখন শুধুই একটি প্রদর্শনী নয়, বরং মালদার সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।