মেটা অনুষ্ঠানিক ভাবে উন্মোচিত করলো সেকেন্ড জেনারেশন মেটা রে ব্যান জেন টু স্মার্ট গ্লাসেস এর মেটা কানেক্ট অনুষ্ঠানে। উন্নত প্রযুক্তি ও ডাবল ব্যাটারি লাইফের সাথে এই গ্লাস বা চশমাটি বাজারে এলো। এই গ্লাস বা চশমাটি মেটা এ আই ( আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ) ও এ আই চ্যাটবোটের সুবিধাও প্রদান করবে,যাতে যেকোনো জিজ্ঞাস্য, কমান্ড ও অন্যান্য কাজও করা যাবে।
মেটা এবার নানা বৈচিত্রের ফ্রেম, রং ও লেন্সের সম্ভার বাজারে আনলো যাতে ক্রেতারা তাদের পছন্দ মতো এই চশমা অর্ডার দিতে পারবে।
মেটা রে ব্যান জেন টু উচ্চমানের ভিডিও রেকর্ডেও সক্ষম। ৩ কে ভিডিওর সাথে সাথে ১২ এম পি ক্যামেরাও দেওয়া হচ্ছে এই চশমায়। চশমাটি তিন মিনিট ভিডিও রেকর্ড করার সাথে সাথে ৩২ জিবি স্টোরেজ এর জায়গা নিয়ে আসছে, যাতে ৫০০ ছবি ও ১০০৩০ সেকেন্ডের ভিডিও রাখা যাবে। কোম্পানির দাবি চশমাটি মাত্র ২০ মিনিট চার্জ দিলেই ৫০% চার্জ হয়ে যাবে যা ৪৮ ঘন্টা ব্যাটারির চার্জ প্রদান করবে।
আপাত ভারতের বাইরের দেশ গুলিতে এই চশমা ভারতীয় ৩৩০০০ টাকায় পাওয়া যাবে।