পটচিত্র : বাংলার ঐতিহ্যের ক্যানভাস

পটচিত্র হলো কাপড় বা পটের ওপর আঁকা লোকচিত্র যা মূলত পৌরাণিক, সামাজিক বা ধর্মীয় কাহিনী বর্ণনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি বাংলার একটি অত্যন্ত প্রাচীন শিল্পকলা যা এক সময় শিল্পকলার বাহক হিসাবে পরিচিত ছিল।
ইটের গুঁড়ো, কাজল, লাল সিঁদুর, সাদা খাড়ি, আলতা, কাঠ কয়লা ইত্যাদির মতন দেশীয় রং এতে ব্যবহার করা হয়ে থাকে।
পটচিত্র আঁকিয়ে বা পটুয়ারা পাঁচালি অর্থাৎ গান গেয়ে এই পটচিত্র প্রদর্শন করে থাকে।
এতে হিন্দু দেব – দেবী, রামায়ন, মহাভারত, কৃষ্ণলীলা, মনসা মঙ্গল এবং বিভিন্ন সামাজিক বিষয় যেমন স্বাস্থ্য, শিক্ষা চিত্রিত হয়ে থাকে। চিত্র গুলি একটি লম্বা পাট কাপড়ের ওপর বিভিন্ন ভাগে ভাগ হয়ে বর্ণিত হতে থাকে।
মূলত ওড়িশা ও বাংলাতে এর বিচরণ। ওড়িশাতে মূলত ধর্মীয় উদ্দেশ্যে পুরি ও অন্যান্য মন্দিরে তীর্থযাত্রীদের জন্য স্মৃতিচিন্হ হিসাবে এই পটচিত্র তৈরী হয়েছিল। পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর এর পিংলা গ্রাম এই পটচিত্রর জন্য এতোই বিখ্যাত যে একে ‘পটচিত্র গ্রাম ‘ ও বলা হয়ে থাকে।
সরল অঙ্কন প্রণালী ও উজ্জ্বল রঙের ব্যবহারের ফলে এর শৈল্পিকতা আলাদা মাত্রা পেয়ে থাকে যা সারা বিশ্বের কাছে এখনও এর প্রাচুর্যতা বা চাহিদা বাড়িয়ে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *