‘সর্বভারতীয়’র নৃত্যোৎসব’ – এর জমকালো সন্ধ্যায় ‘সুর লহরী নৃত্যায়ান’ – এর এক মন্ত্রমুগ্ধকর পরিবেশনা

৯ অক্টোবর ২০২৫, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে ছিল “সর্বভারতীয়’র নৃত্যোৎসব“- এর দ্বিতীয় ও শেষ দিন। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে লোকনৃত্য ও সৃজনশীল নৃত্যের এক অপরূপ মেলবন্ধন দেখা গিয়েছিল। সেখানে ‘সুর লহরী’র পরিবেশনায় ছিল অসমের বিখ্যাত বিহু — রঙালী বিহু ও ঝুমুর নৃত্য

এই অনুষ্ঠানে মোট ১২ জন শিল্পী অংশ নেন, যাঁদের মধ্যে রত্নমণি ঝুমুর ঘোষ ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন ডেইজি ঘোষ, অঙ্কিতা দাস, ত্রিশিতা ঘোষ, গুনগুন রায়, উজ্জ্বয়িনী সিংহ, সৌমিকা বিশ্বাস, রুম্পা দত্ত, মিঠু সিংহ, শ্রেয়া দে, ড. মৌমিতা চ্যাটার্জী, কৌশিকী সরকার এবং স্তুতি চ্যাটার্জী

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল— ডঃ শান্তনু সেনগুপ্তের দ্বারা সকলের হাতে সংবর্ধনা প্রদান। এই শ্রদ্ধাঞ্জলিতে শিল্পীদের মন উচ্ছ্বসিত হয়েছে। এছাড়াও, রত্নমণি ঝুমুর ঘোষ তাঁর অভিব্যক্তি ব্যক্ত করে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন — এমন এক অপরূপ অনুষ্ঠান আয়োজনের জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *