যে দিন রতন টাটা ফোন করার টাকাও সঙ্গে নেননি — স্মৃতিচারণে অমিতাভ

অমিতাভ বচ্চনের সঙ্গে রতন টাটার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। বিশ্ববিখ্যাত এই শিল্পপতির বিনম্র আচরণ ও সহজ-সরল জীবনযাপন বারবার আলোচনায় এসেছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহা খান ও বোমান ইরানি। সেখানেই এক কথোপকথনে অমিতাভ স্মৃতিচারণা করেন, কিভাবে একবার রতন টাটা হিথ্রো বিমানবন্দরে ফোন করার মতো টাকাও সঙ্গে না থাকায় তাঁর কাছ থেকে টাকা চেয়েছিলেন। রতন টাটার মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ দেখে বিগ বি হতবাক হয়ে যান।
এই ঘটনা এখানেই শেষ নয়—অন্য একটি গল্পে উঠে আসে কিভাবে একটি সাধারণ অনুষ্ঠানে রতন টাটা অমিতাভের এক বন্ধুকে বলেন, “তুমি কি আমাকে বাড়ি নামিয়ে দিতে পারো? আমি তো তোমার পেছনের বাড়িতেই থাকি।” এত বড় মাপের একজন মানুষ হয়েও এতটা বিনয়ী হতে পারেন—এই বিষয়গুলোই তাঁকে করে তোলে সত্যিকারের কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *