ত্বকের জেল্লা ফেরাতে প্রাকৃতিক টোটকা, কাঁচা হলুদ ব্যবহারে মিলবে ব্রণ ও দাগের মুক্তি!

ত্বকের যত্নে বাজারের দামি প্রোডাক্টে আর ভরসা রাখতে পারছেন না অনেকেই। রাসায়নিক মেশানো নানা ক্রিম বা ফেসওয়াশে ত্বকের সমস্যা কমার বদলে আরও বাড়ছে বলেই অভিযোগ বহু ব্যবহারকারীর। তাই ফিরে আসা প্রাকৃতিক উপাদানে — আর তার মধ্যেই অন্যতম কাঁচা হলুদ।

অনেকেই রান্নাঘরের হলুদ গুঁড়ো ব্যবহার করেন ব্রণের দাগ, ত্বকের কালচে ভাব বা বলিরেখা দূর করতে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুঁড়ো হলুদে ভেজালের সম্ভাবনা থাকে এবং তার কার্যকারিতা কম। এর বদলে কাঁচা হলুদ ব্যবহারে মিলবে প্রকৃত ফল।

কাঁচা হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ। এটি ত্বকের গভীরে কাজ করে ব্রণ, দাগ, বয়সের ছাপ দূর করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

কীভাবে কাঁচা হলুদ ব্যবহার করবেন?

ফেসপ্যাক বানিয়ে নিন:
কাঁচা হলুদ বেটে তার সঙ্গে মেশান চন্দনের গুঁড়ো, মধু ও গোলাপ জল। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট, তার পর ধুয়ে ফেলুন।

ক্লিনজ়ার হিসেবে ব্যবহার:
কাঁচা হলুদের পেস্ট, বেসন ও কাঁচা দুধ মিশিয়ে তৈরি করুন ঘরোয়া ক্লিনজ়ার। মুখে হালকা হাতে স্ক্রাব করে পরিষ্কার করুন।

হোমমেড টোনার:
কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে গরম জলে তৈরি করুন ফ্রেশ টোনার। এটি স্প্রে বোতলে রেখে ফ্রিজে রাখুন, প্রতিদিন ব্যবহার করুন।

এই ঘরোয়া রূপচর্চার নিয়ম মেনে চললে ব্যয়বহুল প্রসাধনীর প্রয়োজনই হবে না। প্রকৃতি দেবে স্বস্তি আর সুন্দরত্ব — তাও একেবারে নিরাপদভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *