শারদ স্পেশাল: শালিমার থেকে রাঙাপাড়া পর্যন্ত পুজোর বিশেষ ট্রেন

দুর্গাপুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার ভাবনা করছেন? নর্থ বেঙ্গল ট্যুর এখন আরও সহজে সম্ভব। দক্ষিণ-পূর্ব রেলের উদ্যোগে শালিমার থেকে রাঙাপাড়া নর্থ পর্যন্ত পুজো বিশেষ ট্রেন পরিষেবা চালু হতে চলেছে।

০৮০৪৭/০৮০৪৮ শালিমার – রাঙাপাড়া নর্থ – শালিমার স্পেশাল – এই ট্রেনটি ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার, শালিমার থেকে এটি বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে এবং পরবর্তীদিন দুপুর ১টা ৪০ মিনিটে রাঙাপাড়ায় পৌঁছাবে।

রাঙাপাড়া থেকে ফেরার পথে, এই ট্রেনটি প্রতি শনিবার দুপুর ৪টা ৩০ মিনিটে রওনা হবে এবং পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে।

কিছু বড় স্টেশনে ট্রেনটি দাঁড়াবে সাঁতরাগাছি, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কোকড়াঝাড়ে।

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের আওতায় এই ট্রেনটি পরিচালিত হচ্ছে। ভ্রমণপ্রেমীদের জন্য এটি নিশ্চয়ই একটি বড় সুযোগ।

এই পুজোয় আপনাদের উত্তরবঙ্গের সফরটি আরও আরামদায়ক হয়ে উঠুক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *