গতকাল, ২৯শে অক্টোবর, গ্যাংটকের রিজ পার্কে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হলো সিকিম আন্তর্জাতিক শিল্প মেলার চমকদার উদ্বোধন। উদ্বোধনের দায়িত্ব পালন করেন সংগঠনের সম্পাদক, ড. সান্তনু সেনগুপ্ত। এ ছাড়া, উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। অতিথিদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন –
| তালিকা | অতিথি |
|---|---|
| ১ | মি. বিজয় মনি থুলুং (প্রধান অতিথি) |
| ২ | মিস দীপা রাই (প্রেসিডেন্ট, ওভিয়া আর্ট সার্কেল, সিকিম, গ্যাংটক) |
| ৩ | মি. এস. আর. শুভ্র (প্রেসিডেন্ট, সিকিম একাডেমি, গ্যাংটক) |
| ৪ | মিসেস নীতু ছেত্রী (শিল্পী) |
| ৫ | যোগেশ ধামালা (আয়োজক) |
| ৬ | মি. কমল রাই (শিল্পী) |
| ৭ | মি. কিশোর রাই (শিল্পী) |
| ৮ | মি. লকেন্দ্র শ্রেষ্ঠা (শিল্পী) |
| ৯ | মি. কৃষ্ণ রাই (শিল্পী) |
| ১০ | মি. সঞ্জয় রাই (শিল্পী) |
| ১১ | মি. সুরেন রাই (শিল্পী) |
| ১২ | মি. অশ কুমার রাই (শিল্পী) |
| ১৩ | মি. অশোক রাই (শিল্পী) |
| ১৪ | মি. পারস মনি রাই (শিল্পী) |
এই মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের অনন্য শিল্পকর্ম প্রদর্শন করছেন। উদ্বোধনী দিনে চলে একটি প্রাণবন্ত আর্ট ক্যাম্প, যেখানে শিক্ষক, ছাত্রছাত্রী ও শিল্পপ্রেমীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতাকে প্রকাশ করেন।
| তালিকা | শিল্পী |
|---|---|
| ১ | আরতি বাজলা |
| ২ | অভিষেক চন্দা |
| ৩ | অহনা মজুমদার |
| ৪ | ঐন্দ্রিলা দাস |
| ৫ | অক্ষয় চন্দ্র দাস |
| ৬ | অক্ষিত রাজ |
| ৭ | অনীশা দত্ত |
| ৮ | অন্তরা কর্মকার বানিক |
| ৯ | অরিত্র সরকার |
| ১০ | অর্পিতা দেবনাথ |
| ১১ | আয়ুষ চক্রবর্তী |
| ১২ | ভাস্কর প্রসাদ সাহা |
| ১৩ | ভূমিপ কুমার হালদার |
| ১৪ | বিধাত্রীকা দাস |
| ১৫ | বিশ্বজিৎ দাস |
| ১৬ | চুরামণি লাবুর |
| ১৭ | দেবজ্যোতি চ্যাটার্জি |
| ১৮ | দেবজানি বাপারি |
| ১৯ | দেবজিত রায় চৌধুরী |
| ২০ | দেবজিৎ সাহা |
| ২১ | দিশা কর্মকার |
| ২২ | দোনা সরকার |
| ২৩ | ফিনজো শেরপা |
| ২৪ | গৌরব |
| ২৫ | গৌতম হালদার |
| ২৬ | হরিশ সুব্বা |
| ২৭ | জয়ন্ত বানিক |
| ২৮ | কল্পিতা রায় |
| ২৯ | কৌশিক মণি |
| ৩০ | মীনাক্ষী |
| ৩১ | মিলন রাই |
| ৩২ | মিণ্টু বিশ্বাস |
| ৩৩ | মৃ্ত্তিকা দাস |
| ৩৪ | নন্দিতা চক্রবর্তী |
| ৩৫ | নবনীল চৌধুরী |
| ৩৬ | নয়নতারা |
| ৩৭ | নিশা দাস |
| ৩৮ | নিবেদিতা সরকার |
| ৩৯ | পল্লব মণ্ডল |
| ৪০ | পম্পা সেন পাল |
| ৪১ | পাপিয়া মান্না |
| ৪২ | প্রসেনজিৎ দে |
| ৪৩ | প্রীতি দাস |
| ৪৪ | প্রিয়াঞ্জনা বনিক |
| ৪৫ | প্রদীপ সরকার |
| ৪৬ | রাহুল সামন্ত |
| ৪৭ | রামানুজ বিশ্বাস |
| ৪৮ | রেশমা খাতুন |
| ৪৯ | রিমা আলম |
| ৫০ | রুদ্রনীল ঘোষ |
| ৫১ | সাগরিকা মণ্ডল |
| ৫২ | সমদ্রিতা সরকার |
| ৫৩ | সমীর দাস |
| ৫৪ | সঞ্জয় দাস |
| ৫৫ | সঞ্জীব তেওয়ারি |
| ৫৬ | সঞ্জয় রায় |
| ৫৭ | সপনা শাহ প্রসাদ |
| ৫৮ | সতীকা বিশ্বাস |
| ৫৯ | সায়ন্তি কুমার |
| ৬০ | শশ্বতী সুর |
| ৬১ | শ্রেয়া দাস |
| ৬২ | শ্রেয়া মিত্র |
| ৬৩ | শুভরাজ রাম |
| ৬৪ | স্নেহা হালদার |
| ৬৫ | সৌরভ দাস |
| ৬৬ | সৌভিক চক্রবর্তী |
| ৬৭ | স্রিদীপা ঘোষ |
| ৬৮ | সুজাতা দেবনাথ |
| ৬৯ | সুনয়না রাম |
| ৭০ | সুপ্রিয়া সাধু |
| ৭১ | সুরজ রাম |
| ৭২ | সুরজ রায় |
| ৭৩ | সুসন্ত সরকার |
| ৭৪ | সুশ্মিতা সিংহ |
| ৭৫ | স্বপন দেবনাথ |
| ৭৬ | তিথি দাস |
| ৭৭ | তুহিনা সরকার |
| ৭৮ | তুলসি মহান্ত |
| ৭৯ | বন্দনা কেডিয়া মহান্ত |
দিনজুড়ে মেলাপ্রাঙ্গণে ছিল দর্শক এবং শিল্পপ্রেমীদের উপচে পড়া ভিড়। অনেকেই স্মারক হিসেবে সুন্দর সব শিল্পকর্ম সংগ্রহ করেছেন।
রঙ, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনে এই শিল্পমেলা সিকিমের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করেছে — এক প্রাণবন্ত সূচনা, যা আগামী দিনগুলিতেও শিল্প ও সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তুলবে।