রঙে রঙে সিকিম আন্তর্জাতিক শিল্প মেলা উদ্বোধন

গতকাল, ২৯শে অক্টোবর, গ্যাংটকের রিজ পার্কে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে পঞ্চাশ বছরের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হলো সিকিম আন্তর্জাতিক শিল্প মেলার চমকদার উদ্বোধন। উদ্বোধনের দায়িত্ব পালন করেন সংগঠনের সম্পাদক, ড. সান্তনু সেনগুপ্ত। এ ছাড়া, উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। অতিথিদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন –

তালিকাঅতিথি
মি. বিজয় মনি থুলুং (প্রধান অতিথি)
মিস দীপা রাই (প্রেসিডেন্ট, ওভিয়া আর্ট সার্কেল, সিকিম, গ্যাংটক)
মি. এস. আর. শুভ্র (প্রেসিডেন্ট, সিকিম একাডেমি, গ্যাংটক)
মিসেস নীতু ছেত্রী (শিল্পী)
যোগেশ ধামালা (আয়োজক)
মি. কমল রাই (শিল্পী)
মি. কিশোর রাই (শিল্পী)
মি. লকেন্দ্র শ্রেষ্ঠা (শিল্পী)
মি. কৃষ্ণ রাই (শিল্পী)
১০মি. সঞ্জয় রাই (শিল্পী)
১১মি. সুরেন রাই (শিল্পী)
১২মি. অশ কুমার রাই (শিল্পী)
১৩মি. অশোক রাই (শিল্পী)
১৪মি. পারস মনি রাই (শিল্পী)

এই মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাঁদের অনন্য শিল্পকর্ম প্রদর্শন করছেন। উদ্বোধনী দিনে চলে একটি প্রাণবন্ত আর্ট ক্যাম্প, যেখানে শিক্ষক, ছাত্রছাত্রী ও শিল্পপ্রেমীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতাকে প্রকাশ করেন।

তালিকাশিল্পী
আরতি বাজলা
অভিষেক চন্দা
অহনা মজুমদার
ঐন্দ্রিলা দাস
অক্ষয় চন্দ্র দাস
অক্ষিত রাজ
অনীশা দত্ত
অন্তরা কর্মকার বানিক
অরিত্র সরকার
১০অর্পিতা দেবনাথ
১১আয়ুষ চক্রবর্তী
১২ভাস্কর প্রসাদ সাহা
১৩ভূমিপ কুমার হালদার
১৪বিধাত্রীকা দাস
১৫বিশ্বজিৎ দাস
১৬চুরামণি লাবুর
১৭দেবজ্যোতি চ্যাটার্জি
১৮দেবজানি বাপারি
১৯দেবজিত রায় চৌধুরী
২০দেবজিৎ সাহা
২১দিশা কর্মকার
২২দোনা সরকার
২৩ফিনজো শেরপা
২৪গৌরব
২৫গৌতম হালদার
২৬হরিশ সুব্বা
২৭জয়ন্ত বানিক
২৮কল্পিতা রায়
২৯কৌশিক মণি
৩০মীনাক্ষী
৩১মিলন রাই
৩২মিণ্টু বিশ্বাস
৩৩মৃ্ত্তিকা দাস
৩৪নন্দিতা চক্রবর্তী
৩৫নবনীল চৌধুরী
৩৬নয়নতারা
৩৭নিশা দাস
৩৮নিবেদিতা সরকার
৩৯পল্লব মণ্ডল
৪০পম্পা সেন পাল
৪১পাপিয়া মান্না
৪২প্রসেনজিৎ দে
৪৩প্রীতি দাস
৪৪প্রিয়াঞ্জনা বনিক
৪৫প্রদীপ সরকার
৪৬রাহুল সামন্ত
৪৭রামানুজ বিশ্বাস
৪৮রেশমা খাতুন
৪৯রিমা আলম
৫০রুদ্রনীল ঘোষ
৫১সাগরিকা মণ্ডল
৫২সমদ্রিতা সরকার
৫৩সমীর দাস
৫৪সঞ্জয় দাস
৫৫সঞ্জীব তেওয়ারি
৫৬সঞ্জয় রায়
৫৭সপনা শাহ প্রসাদ
৫৮সতীকা বিশ্বাস
৫৯সায়ন্তি কুমার
৬০ শশ্বতী সুর
৬১শ্রেয়া দাস
৬২শ্রেয়া মিত্র
৬৩শুভরাজ রাম
৬৪স্নেহা হালদার
৬৫সৌরভ দাস
৬৬সৌভিক চক্রবর্তী
৬৭স্রিদীপা ঘোষ
৬৮সুজাতা দেবনাথ
৬৯সুনয়না রাম
৭০সুপ্রিয়া সাধু
৭১সুরজ রাম
৭২সুরজ রায়
৭৩সুসন্ত সরকার
৭৪সুশ্মিতা সিংহ
৭৫স্বপন দেবনাথ
৭৬তিথি দাস
৭৭তুহিনা সরকার
৭৮তুলসি মহান্ত
৭৯বন্দনা কেডিয়া মহান্ত

দিনজুড়ে মেলাপ্রাঙ্গণে ছিল দর্শক এবং শিল্পপ্রেমীদের উপচে পড়া ভিড়। অনেকেই স্মারক হিসেবে সুন্দর সব শিল্পকর্ম সংগ্রহ করেছেন।
রঙ, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনে এই শিল্পমেলা সিকিমের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করেছে — এক প্রাণবন্ত সূচনা, যা আগামী দিনগুলিতেও শিল্প ও সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *