ফোর্থ স্টেজ ওলিগো মেটাস্টিক ক্যান্সারের সাথে লড়াই করছেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। তন্নীষ্ঠার পরিচালিত ছবি ‘ ফুলপ্লেট ‘ প্রদর্শনের জন্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্রে যাবে। তার এই যাত্রা শুরুর আগে তার গার্ল গ্যাং তাকে নিয়ে কেক কেটে এই যাত্রা শুরু উদযাপন করলো।
অভিনেত্রী শাবানা আজমী তার ইনস্টাগ্রামে কয়েকটি গ্ৰুপ ফটো শেয়ার করেছেন। ছবি গুলিতে তন্নীষ্ঠা, উর্মিলা মাতন্ডকার, সন্ধ্যা মৃদুল, শাহানা গোস্বামী, দিব্যা দত্ত ও শাবানা আজমী নিজে রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েদের দলের সাথে একসঙ্গে মেতে উঠেছেন তন্নীষ্ঠা। তার ক্যান্সারের চিকিৎসা চলাকালীনই এই ছবি তিনি তৈরী করেছেন।
তার আরেকটি ভিডিওতে তন্নীষ্ঠাকে কেক কাটতে দেখা যাচ্ছে, যেখানে বন্ধুরা তাকে নিয়ে উল্লাস করছে।তাকে ‘ টাইগার ট্যান ‘ বলে সম্বধন করা হয়েছে।ক্যান্সার ধরা পড়ার পর তন্নীষ্ঠা এই ছবির পোস্ট প্রোডাকশন শেষ করেছেন।