TCS-এ কর্মী ছাঁটাই নিয়ে তোলপাড়, ১২ হাজার নয়, ৩০ হাজার কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা

সম্প্রতি দেশের প্রধান আইটি প্রতিষ্ঠান TCS তাদের কর্মী ছাঁটাই সংক্রান্ত ঘোষণা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে। সংস্থার দাবি অনুযায়ী তারা ১২ হাজার কর্মী ছাঁটাই করবে, তবে বিভিন্ন কর্মী ইউনিয়ন এবং সোর্সদের মতে এই সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি হতে পারে। দেশের বিভিন্ন শহরে আইটি ও আইটিইএস কর্মীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। TCS-এর পক্ষ থেকে বলা হয়েছে, ইউনিয়নের দাবিটি বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; তারা বিশ্বজুড়ে মাত্র ২% কর্মীকে প্রভাবিত করবেন, যা ১২ হাজারের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *