দ্য থার্ড আই : ভিগার্ড ব্র্যান্ড ফিল্ম

‘ভিগার্ড ‘ এর এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য নারী সুরক্ষার বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়া। ৩ আই আইওয়ার আসলে একটি প্রতীকী রূপ যা সমাজকে বার্তা দেয়, যে প্রযুক্তির আশায় থেকে নারী নিরাপত্তা নিশ্চিত করা যায়না। প্রত্যেক নারীরই উচিত আত্ম – সুরক্ষার জন্য নিজের ভিতরের তৃতীয় চক্ষু জ্বালিয়ে তোলা। দেবী দূর্গা শক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক। এই ব্র্যান্ড ফিল্মটির মাধ্যমে ভি গার্ড এই বার্তায় দেয় যে শুধুমাত্র মন্দিরে নয়, দেবী দুর্গাকে প্রতিটি নারীর মধ্যে পুজো করা উচিত।
এটি এমন একটা স্মার্ট চশমা যা অপরাধীদের মুখ চিনে, হয়রানির ঘটনাকে রেকর্ড করে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে। কিন্তু এই চশমা আসলেই সত্যি নয়, এটি কাল্পনিক। কিন্তু যে সমস্যকে কেন্দ্র করে এই ব্র্যান্ড ফিল্ম সেটি ভীষণ ভাবে সত্যি।
এই ব্র্যান্ড ফিল্মটির প্রসঙ্গে ‘ভিগার্ড ইনডাস্ট্রিজ লিমিটেড ‘এর ভাইস প্রেসিডেন্ট নন্দগোপাল নায়ার বলেন,’ দুর্গাপুজো আমাদের চিরন্তন শিক্ষা দেয় যে, আলো অন্ধকারকে জয় করে এবং শুভ অশুভকে পরাভূত করে। তবে দেবীর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রকাশ পায় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে নয়, বরং আমরা নারীদের কিভাবে সম্মান জানাই এবং রক্ষা করি তার উপর। ভিগার্ড ৩ আই কোনোও পণ্য নয়, এটি সমাজের প্রতি একটি আয়না। যা প্রশ্ন করে নারীদের জন্য আমাদের ঘর, রাস্তা ও কর্মক্ষেত্র কি যথেষ্ট নিরাপদ ও মর্যাদাপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *