বড়সড় আপডেট আনছে WhatsApp। বারবার গ্রুপ চ্যাটে রিপ্লাই মিস করছেন? কার রিপ্লাই কার উদ্দেশে — বোঝা দায়? এবার সেই বিশৃঙ্খল চ্যাটে আসতে চলেছে নতুন “Reply Thread View”।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
বিশ্বস্ত প্রযুক্তি সূত্র WABetaInfo জানাচ্ছে, প্রতিটি মেসেজের পাশে এবার থেকে দেখা যাবে একটি ছোট রিপ্লাই কাউন্ট ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটরে ট্যাপ করলেই খুলে যাবে একটি আলাদা থ্রেড ভিউ স্ক্রিন, যেখানে সেই মেসেজটির সঙ্গে সংশ্লিষ্ট সব রিপ্লাই একসঙ্গে দেখা যাবে।
এর ফলে আর স্ক্রল করতে হবে না, বা পুরনো মেসেজ খুঁজে বার করার ঝক্কিও থাকছে না। প্রাসঙ্গিকভাবে সব উত্তর একত্রে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
থ্রেডেই দিন রিপ্লাই!
এই থ্রেড ভিউ শুধুমাত্র পড়ার জন্য নয়, আপনি সরাসরি সেখানেই রিপ্লাই দিতে পারবেন। আর আপনার রিপ্লাই হারিয়ে যাবে না চ্যাট স্রোতে—সবাই বুঝতে পারবে আপনি ঠিক কোন বার্তায় প্রতিক্রিয়া জানাচ্ছেন।
প্রাথমিকভাবে এই ফিচার iOS ব্যবহারকারীদের জন্য আসছে। এরপর ধাপে ধাপে Android এবং অন্যান্য প্ল্যাটফর্মে রোল আউট হবে।
AI Wallpaper ফিচার আসছে WhatsApp-এ
WhatsApp iOS-এ আনছে আরও একটি চমকপ্রদ ফিচার — AI-পাওয়ার্ড চ্যাট ওয়ালপেপার জেনারেটর।
Meta AI-কে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা এবার নিজেদের ইচ্ছেমতো ওয়ালপেপার তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি টাইপ করতে পারেন, “একটি লাল বেলুনে চড়া লামা” বা “ফিউচারিস্টিক নীয়ন স্কাইলাইন”—এবং AI আপনার জন্য তৈরি করে দেবে একাধিক ডিজাইন।
এই ওয়ালপেপার ব্যক্তিগত চ্যাটে বা সকল চ্যাটের ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রয়োগ করা যাবে। প্রাথমিকভাবে এটি iOS-এ কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য এসেছে, পরে সকলের জন্য উন্মুক্ত হবে।