বলিউডের পর এবার দক্ষিণী বিনোদন দুনিয়ায় নির্মিত হতে চলেছে মোদির বায়োপিক। ১৭ ই সেপ্টেম্বর প্রকাশ্যে এলো এই খবর। জানা যাচ্ছে মালয়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে দেখা যাবে মোদির চরিত্রে। ভারতের অন্যতম প্রধান ভাষাগুলিতে মুক্তি পাবে এই বায়োপিক। এই ছবির নাম হতে চলেছে ‘ মা বন্দে ‘। ছবির পরিচালনা করবেন পরিচালক ক্রান্তি কুমার চন্দ্র।
উল্লেখ্য, এর আগে বলিউডে প্রধানমন্ত্রীর বায়োপিক নির্মিত হয়েছিলো। উমঙ্গ কুমার পরিচালিত ‘ পি এম নরেন্দ্র মোদী ‘ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ শে মে। অভিনেতা পরেশ রওয়ালের ছবিটি করার কথা থাকলেও পরে বিবেক ওবেরয় মোদির চরিত্রে অভিনয় করেন।
এবার মোদির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি অভিনেতা উন্নি মুকুন্দন। একটা সাক্ষাৎকারে তিনি বলেন,’ আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ হয়। তার রাজনৈতিক জীবন আমি পর্দায় তুলে ধরবো। এ এক পরম সৌভাগ্য আমার জন্য।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা।