মাত্র সাত বছর বয়সেই জাতীয় পর্যায়ে দু’বার সোনা জিতে নজির গড়েছে হুগলির খুদেরা। হুগলি জেলার চুঁচুড়ার ষষ্ঠীতলার বাসিন্দা রক্তিম মণ্ডল জাতীয় ক্যারাটে মঞ্চে পরপর দু’বছর সেরা হয়ে প্রমাণ করল, সাফল্যের কোনও বয়স হয় না।
গত ১৩ থেকে ১৫ জুন উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে অংশ নেয় রক্তিম। প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সকলকে হারিয়ে রক্তিম জিতে নেয় সোনার পদক।
রক্তিম বর্তমানে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। ছোট থেকেই খেলাধুলোয় আগ্রহী রক্তিমকে তার বাবা-মা কোনওদিনই বাঁধা দেননি। বাবা ঝন্টু মণ্ডল একজন ব্যবসায়ী এবং মা মৌমিতা মণ্ডল গৃহবধূ। পাঁচ বছর বয়সে রক্তিমকে স্থানীয় ক্যারাটে প্রশিক্ষক দিব্যেন্দু দাসের কাছে ভর্তি করানো হয়। সেই থেকেই প্রতিদিন ৬–৭ ঘণ্টা করে কঠোর অনুশীলন করছে রক্তিম।
সাফল্যের পর খুশি মা মৌমিতা মণ্ডল বলেন, “এই কৃতিত্ব পুরোপুরি কোচের। ওর পরিশ্রম এবং কোচের গাইডলাইন ছাড়া এটা সম্ভব ছিল না। যখন শুনলাম সোনা জিতেছে, ভাষায় প্রকাশ করতে পারব না।”
কোচ দিব্যেন্দু দাস জানান,
প্রথমে জেলা, তারপর রাজ্য স্তর পার করে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া যায়। রক্তিম গত বছর দিল্লিতেও সোনা জিতেছিল। ওর মধ্যে প্রতিভা আছে, ভবিষ্যতে আরও ভালো করবে।