পুরী: রথযাত্রার আগে শ্রীক্ষেত্র পুরী আবারও উঠে এল আলোচনায়। শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার উদ্দেশে উৎসর্গের জন্য তৈরি ৩১৩টি বিশেষ ‘আমুনিয়া মোদক’-এর মধ্যে ৭০টি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় শুরু হয়েছে জোরদার বিতর্ক। মন্দিরের সুরক্ষিত ঘর থেকেই এই ভোগ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত সেবায়েতরা।
এই মোদক রাজবৈদ্যের নির্দেশে ওষধিগুণসম্পন্ন উপকরণে তৈরি হয়, যা স্নানযাত্রার পরে শয্যাশায়ী দেবতাদের আরোগ্য কামনায় উৎসর্গ করা হয়। প্রতিবছর একাদশীর রাতে এই ভোগ নিবেদন করা হয়। কিন্তু এবার ২১ জুন রাতের ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
হলধর দাসমহাপাত্র নামে এক সেবায়েত জানিয়েছেন, ভোগ নিবেদনের আগে দেখা যায় ৭০টি মোদক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ এই ভোগ অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে মন্দিরে আনা হয় ও রক্ষিত থাকে। তাহলে কীভাবে এমন চুরি ঘটল? কড়া নিরাপত্তার মধ্যেই এই গাফিলতি নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
এখনও পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে রথযাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেই কারণে বর্তমানে মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।