স্যামসাং সম্ভবত তাদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোনের ইঙ্গিত দিয়েছে তাদের নতুন One UI 8 আপডেটের ভেতরে লুকানো কিছু অ্যানিমেশনের মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফোনটি সাধারণ ফোল্ড বা ফ্লিপ ফোনের চেয়ে একেবারেই আলাদা ধরনের হবে।
লিক হওয়া অ্যানিমেশনগুলোতে দেখা গেছে ফোনটি G-আকারে ফোল্ড হয় — মানে দুই দিক থেকেই ভাঁজ হয় এবং মাঝখানে একটি ডিসপ্লে থাকে। একদিকে রয়েছে ট্রিপল ক্যামেরা, মাঝের অংশে সেলফি ক্যামেরা ও মেইন ডিসপ্লে, আর অন্যদিকে ডিসপ্লে নেই — হয়তো ভাঁজের সময় সেটিকে সুরক্ষিত রাখার জন্যই এমন ডিজাইন।
এই ডিজাইন অনেকটাই মিলে যায় স্যামসাং ডিসপ্লের পুরনো “Flex G” প্রোটোটাইপ-এর সঙ্গে। অ্যানিমেশন ফাইলের মধ্যে “Multifold 7” নাম থাকায় মনে করা হচ্ছে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমনকি একটি ওয়ার্নিং মেসেজে ব্যবহারকারীকে বলা হয়েছে ক্যামেরা দিকটা আগে ভাঁজ না করতে — যা বোঝায় এতে একটি সংবেদনশীল ফোল্ডিং মেকানিজম থাকতে পারে।
দক্ষিণ কোরিয়ার রিপোর্ট বলছে, এই ফোনের মাস প্রোডাকশন শুরু হবে সেপ্টেম্বর ২০২৫-এ, আর বাজারে আসবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে।
এদিকে, জুলাই ৯-এ স্যামসাংয়ের আসন্ন Unpacked ইভেন্টে ফোকাস থাকবে Galaxy Z Fold 7, Z Flip 7 ও Flip FE-র ওপর। ট্রাই-ফোল্ড ফোনটির হয়তো ছোট করে ঝলক দেখানো হতে পারে, কিন্তু পূর্ণ লঞ্চ হবে বছরের শেষে।
সব মিলিয়ে বলা যায়, স্যামসাং এবার তাদের ফোল্ডেবল ফোনের দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে, এবং এই ট্রাই-ফোল্ড ডিভাইস হতে পারে ভবিষ্যতের স্মার্টফোনের চেহারা।