কলকাতার সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু একাডেমি অফ ফাইন আর্টস-এ শুরু হয়েছে “সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ” আয়োজিত এক বিশেষ চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৭ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ পর্যন্ত।
দেশের নানা প্রান্ত থেকে আগত প্রতিভাবান শিল্পীরা তাঁদের সৃষ্টিশীল শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে নানা মাধ্যমের চিত্রকলা — জলরঙ, অ্যাক্রিলিক, তৈলচিত্র এবং মিশ্র মাধ্যমে তৈরি চিত্রশিল্প। প্রতিটি শিল্পকর্ম ভারতীয় সংস্কৃতি, সংগীত, সমাজ ও জীবনের বিভিন্ন দিককে তুলে ধরছে।

সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক চর্চা ও শিল্পকলার প্রসারে কাজ করে চলেছে। এই প্রদর্শনীর মাধ্যমে তারা নবীন ও প্রবীণ শিল্পীদের একত্রিত করে একটি শিল্প-সেতু গড়ে তুলছে, যা কলকাতার শিল্পপ্রেমীদের জন্য এক বিরল সুযোগ।
প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আগ্রহী দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত।
বিশেষ আকর্ষণ:
- শিল্পী ও দর্শকদের মধ্যে মুক্ত আলোচনা
- ভারতীয় সংগীত ও সংস্কৃতির থিমে সাজানো গ্যালারি
- ভাস্কর্য প্রদর্শনী
আপনারা আমন্ত্রিত এই অনন্য শিল্প-যাত্রায় অংশ নিতে। শিল্প ও সংস্কৃতিকে ছড়িয়ে দিন – ভালোবাসুন নিজের শিকড়কে।
খুব ভালো উদ্যোগ। একদিন যাবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Very standard presentation.
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Sahaamar401gmail.com
7a/3 Rustom jee parsee road kol-2
Sadhu Sadhu 🙏