উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বর্ষণের ফলে আবারও ধস নেমেছে বদ্রীনাথ জাতীয় সড়কে। এই ধসের জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পবিত্র চারধাম যাত্রা। হাজার হাজার তীর্থযাত্রী মাঝপথে আটকে পড়েছেন। বিশেষ করে রুদ্রপ্রয়াগ এবং চমোলি জেলার বিভিন্ন অংশে ব্যাপক প্রভাব পড়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে রাস্তাগুলি বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত ধস সরিয়ে পুনরায় পথচলা চালুর চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
এই মুহূর্তে সব তীর্থযাত্রীদের নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়েছে।
প্রতিবছর বহু মানুষ চারধাম যাত্রায় অংশ নেন। কিন্তু বর্ষার সময় এই ধরণের প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রশাসন আবহাওয়ার পূর্বাভাসের উপর নজর রাখছে এবং বৃষ্টিপাত বন্ধ হলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা করা হচ্ছে।