কয়েক বছর ধরে করোনা মহামারিতে নাজেহাল হয়েছিল গোটা বিশ্ব, তার মধ্যেও ভারত একাধিক ঢেউয়ের সাক্ষী থেকেছে। তবে আশার আলো দেখাচ্ছে সাম্প্রতিক তথ্য— দেশজুড়ে দ্রুত হারে কমছে করোনা সংক্রমণের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, এই পতনের অন্যতম বড় কারণ হল জনগণের মধ্যে গড়ে ওঠা স্বাভাবিক ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা।
চিকিৎসা পরিকাঠামোর উন্নতি, টিকাকরণ কর্মসূচি এবং স্বাভাবিক সংক্রমণের ফলে দেশে গোষ্ঠী-ইমিউনিটির এক শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। এরই ফলস্বরূপ বর্তমানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, এমনকি বেশ কিছু রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে।
স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, বর্তমানে দেশে করোনা পজিটিভিটির হার ০.৫% এর নিচে রয়েছে এবং মৃত্যুহারও অত্যন্ত কম। চিকিৎসক ও ভাইরোলজিস্টদের মতে, টিকা নেওয়ার পরও একাধিকবার সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে যে ইমিউন প্রতিক্রিয়া গড়ে উঠেছে, তা বহু ক্ষেত্রেই ভবিষ্যতের সংক্রমণকে প্রতিরোধ করছে।
এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের মাঝেও সাবধান থাকতে হবে। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা মিউটেশনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে যে, ভারত ধীরে ধীরে কোভিড থেকে সুস্থ হয়ে উঠছে।